যাঁরা রঙ -তুলিতে শিক্ষার বারান্দায়
আঁকিবুঁকি আঁকে
অবভ্য আচরণ ব্যবহারে খুলে পড়ে
নিজের একক অনবদ্য শাসনে
শিক্ষার অক্ষর সেই শরীরে শূন্য


যেখানে নীল -সাদা তুলিতে শিক্ষা লুট হয়
এক, দুই, তিন...  প্রতিটি শিক্ষা ক্ষেত্র যেন নাট্যশালা
কদর্য ভাষা ভাসে ডাইরির পাতায় পাতায়


শিক্ষা  প্রাঙ্গনে আজ মুখ ও মুখোশ বিজ্ঞাপনে
তোমার ছবিতে শিক্ষার ঠিকানা।