শিশুদের  খিদে ছুঁয়ে  দেখি পরম বিস্ময়
যা মাটির ঘ্রাণ  গোপনে  শরীরে  বাজে
আশ্চর্য  মনে চাঁদ  আর পৃথিবীর  ভালোবাসা
শিশুদের গায়ে নেই দাগ


চারিদিকে  ধুমধাম
গ্রাম শহর  ঘুরে
শিক্ষা  নাকি হেঁটে  গেছে
প্রতি শিশুর  অন্তর ঘরে


তবু কেন ফুটপাতে  এতো শিশু  মরে?
প্রতি শিশু  জীবন জলে বিশীর্ণ  বৃত্তের মাঝে  ডোবে
কত শিশু  অভাবে   বাড়ি  বাড়ি  কাজ করে


জাগে সন্দেহ  সমীপে
ঘোর নির্জনতার ভিতর
শিশুরা  পড়ে আছে খালি গায়ে ফুটপাতে


তবুও  শিশুদিবস
প্রতি বছর  আসে ঘুরেফিরে


সারা বছর  মিথ্যার আবেশে।