জ্যোৎস্না মাখানো  মেঘ।হলদি নদী স্তব্ধতায় একা। কিছুদূরে স্নেহরেখা জেগে ওঠে। বিন্দু বিন্দু শরীরে। তোমার আর তোমাদের হাত উর্ধাকাশে অঞ্জলি  দেয়।
দিগন্তে নদীতে  মিলে গড়ে তোলা বর্ণহীন  স্নেহের ঝিনুক
তারই মধ্যে  আমাদের কথা
পাখিরা সুদূর  আকাশে স্নেহময়  আশা


স্নেহের  কাছে মৃত্যু  হারায় নিজ যৌবন  ঘিরে।