গুলির শব্দ , আবারও  শব্দ  
এক,দুই... চার
অদ্ভুত  রূপসী শব্দ নয়, অগ্রাহায়ণের  লক্ষীর আদর ভরা স্পর্শে
সারা আকাশ ধোঁয়ায় মোড়া
হিম বৃষ্টি , রক্ত বৃষ্টি, হেমন্তের  শীত নামানো মৃত্যুর করুন বৃষ্টি  


সেই রাত উঠে আসে
ধর্ষণের  মৃত্যুর প্রথম বৃষ্টি
কে বা কারা অপরাধী?
প্রশাসন  নীরব, ইতিবাচক,বিশ্বের অপলাপ , চেয়ে দেখে  আমাদের দিকে
নরম  যৌবন   কত উদাসীন


অপরাধীর হদিস নেই
সত্যি  কি ওরা দোষী?
দেশ, রাষ্ট্র , সমাজ তুলে দেয় আইন
বিচারের বাণী  কাঁদে
একটানা  একাকার  
চার -চারবার  শব্দের  আয়োজনে


অন্ধকার দিনের  দিকে
অনন্তকালের মধ্য্য ডুবে যায়


আবারও  প্রশ্ন  
সত্যি  কি  ওরা দোষী ?


মৃত্যু  হয়
শুধু  গুলিবর্ষণ


সারা দেশ বাহবা  জানায়
প্রমাণ  মেলেনি তার


সত্যি  কি  ওরা  দোষী ?