তোমার ভুলে অসহায়দের চোখ দেখাও
বিজ্ঞাপন, ছবি সহ নানান বিলাসিতা বেশ জম্পেশ
টুকরো টুকরো মিথ্যার ভেতর প্রকাণ্ড জুয়াচুরি
সাধারণ মানুষের বিবেক জেগে উঠেঃ সহজ প্রশ্ন মনে
'এসব আমাদেরই অবদান,তবুও কেন এ সমাজে   এতো স্টেজ?
সততার ছায়া নাকি নক্ষত্রের আলোয়,
চাঁদ, সূর্য সহ পোষা তোমারই এই সমাজ


বেশ সাহস দেখাও সততার আলোতে
মুখ আর বিজ্ঞাপন নয়
গ্রাম-শহর খাতা কলমে প্রমাণ করো — সবারই আপন হই


স্পেশাল পুঁথির পাতা ছিঁড়ে...