অন্ধকার রাতে  মনে হয়
এই সবুজ গ্রামে - হাজার হাজার লোক
আমরাও রয়েছি
ঠিক মাতৃগর্ভের  সুড়ঙ্গপথে  যে সব স্পন্দিত প্রাণ রয়েছে
তাদের  সাড়া আজও  শুনি


চারদিক নিরব সমর্থন
আমরাও রয়েছি অনুভবে


কতগুলো পয়সাওয়ালা লোক চলে যায়
কয়েকটি ছেলে রাতের আকাশের দিকে চেয়ে
ভোর হয়
চমৎকার মৃত্যু পেয়ে বসলো গ্রামে


আবার পয়সাওয়ালা লোকের ভীড় জমে
শুধু কান্নার মাঝেও পয়সা ছড়িয়ে
সারা গ্রামময় সৃষ্টির পথে।