পনের বছরের সাক্ষী  রেখে
আমাকে দাঁড় করিয়ে
চলে যাচ্ছ দূরে অনেক দূরে
যেন কিছুটা  ভালোবাসা  থমকে
কোথাও ছন্দ কেটেছে  সময়


ঝুঁকে  পড়া মেঘের  কালোমুখ
আমার শরীরের অর্ধেক  জায়গা  নিয়েছে
আমাকে দাঁড়  করিয়ে রেখে
চলে যাচ্ছ দূরে অনেক দূরে
যেন কিছুটা ভাঙাচোরা মিশেল গল্প
আমার সাথে আছে নির্লিপ্ত  দেহে


আমাদের সেই প্রথম কথার কোলাজ
বসে থাকা সিট বেঞ্চে
এখনো ধুলোয়  গন্ধ ভাসে
তোমাদের  শরীরী নিঃশ্বাস
আমি শুধু  অপেক্ষায়
আমাকে দাঁড়  করিয়ে রেখে
চলে যাচ্ছ দূরে অনেক দূরে
যেন আমার সমস্ত সাহসিকতা
তোমাদের  সাথে চলে যাচ্ছে
আমার পনের বছরের খেয়াল


একটু  একটু  করে
মনটা কেবলই
ফাঁকা  বেঞ্চে  বসে
আমি শুধু এখন একাই বসে
দূরত্ব আঁকি
তোমাদের  ভালো  লাগার।