পথের মাঝে। পথ খুঁজেছি। বিলাসবহুল লোভ।
বিছিয়ে ভাষা। পরমানন্দে। চত্তরে। মহোৎসব।


বেশ ধামাকা। আয়োজনে। মুদ্রিত। চোখ খুলে।
পাড়ায় পাড়ায়। বাচাল গাজন।দুপুর সন্ধ্যে ভুলে।


পথের মাঝে। হাজার হাজার। শবের হাড় পড়ে।
শাসন জারি। বিচার সভা। নির্দোষী দোষী করে।


চোখের সামনে। সন্ত্রাস রাজ। উন্নয়ন ঘাটেঘাটে।
এঘর আমার।সুখেই আছি।সাজানো সংসার হাটে


একটা সময়।যায় চলে। গরীব আমার ঘরে।
লুডোর ছকে। সাপ সিঁড়িতে। আমার মুখে পড়ে।


পাচ্ছে হাসি।আমি ছাড়া।আসবে না কেউ। সাথে
কাটমানিরই। খেয়াল ঘরে। আসবো প্রতি রাতে।


এসব আমার।চোখের খেলা।আকাশ পাতালে।
সব আমারই। নিজের নিজের। এমন সুখ এলে।


আমার ভাষা।রচনা উন্নয়ন। ঈশ্বর একনজরে।
মিথ্যারঝুড়ি। আমার সৈনিক।নেমেছে প্রচারে।