মিথ্যা নাটক সময় বুঝে
জনতার ভীড়ে পেতেছি বন্ধু -বিছানা
ভাঙাচোরা রাস্তা, শিক্ষা, বেকারত্ব, চাকুরীজীবীদের
অগাধ প্রতিশ্রুতি
ধর্নায় শুয়ে থেকেছি নির্জলা উপবাস।


ধানক্ষেতের ধ্যানে মিশিয়েছি কাস্তের ধার
আমার শরীরের ঘামে ভিজেছে জবাকুসুম  
আবার ধর্মতে শত্রুনাশ
নিরস্ত্রকে মারবো না তা কি মানতে পারি
ভিজলে মাটি ভিজলে ভিজুক
মাটি রক্তপাতে


আমি অন্ধধৃতরাষ্ট্র
শপথ নিই নিজেরই হৃৎপিণ্ড ছিঁড়ে
ভুলে যাই অতীত ইতিহাস
নিজেকে রক্তাক্ত করি নির্বিকারে


আমার আপাদমস্তক সততার উন্নয়ন
প্রতিশ্রুতি পূরণ আকাশে বাতাসে
আমাকে যা কিছু জিজ্ঞাসা করো
আমি ঠিক শূন্যতে একশো পাবো।