মৃত্যুর  উষ্ণীষ  নিমন্ত্রণ
তৈরি  হও
আমি হাহাকার চাই না, চাই  জীবনের  পূজা
সামনে , পেছনে  বিকটাকার  হিংস্র পশুর  ছায়া
তুমি তৈরি  হও


আমি পথ থেকে  পথ খুঁজে  চলি, পথের  ভেতর
সেইখানে  ভেসে যাবে পথের বাতাসে
তুমি তৈরি  হও
আমি পাখিদের কোলাহলের  ভেতর, শিশুদের  মৃত্যু কথা  শুনেছি
আমি মহান রৌদ্রের কাছে নত হয়েছি
অবাক  হৃদয়ে  শৈশব , কৈশোরের স্মৃতি  ভাসছে
শুধু  আশ্চর্য  যে মানুষের  শরীরে  ঝরে পড়ছে  মৃত্যুর  ঝর্ণা  
তুমি  তৈরি  হও


আমি সবুজ  ঘাসের উপর  দাঁড়িয়ে
আমার প্রতিটি  শিরার বিন্দু ধরে শুষে নিচ্ছে হৃৎপিণ্ডের রক্ত
আজ  আমার আহ্বান
তুমি  তৈরি  হও।


আমি ভীড়ের  মাঝে এসে থেমেছি
আমার আর কোনো  পথ নেই জেনে
মহানগরীর  মৃত্যুর  মিছিলে ধুলো  মাখছি সারা  শরীরে
আমি কোলাকুলিতে নিজেকে  আত্মউৎস্বর্গ করেছি
আমার শ্বাস রুদ্ধ  আজ মানুষ
তুমি তৈরি  হও ।