আমি খেলছি: কেবলই ঘেরা মাঠে
আমি দেখছি:শবের কাঁচ
আমি ভাবছি:তবুও সুন্দর
সূর্যের আলোতে ঘোষণা শুধু
প্রতিদিন জনতার স্রোত।


আমি খেলছি:বিরোধী শূন্য মাঠে
আমি হাসছি:চমৎকার বাহারে
আমি ভাবছি:তবুও সুন্দর
ভীড়করা জনতার গণতন্ত্রহরণ
জানা আছে এমনই কৌশল।  


আমি খেলছি:উল্লাসে আর ভোজে
আমি দেখছি:আমার প্রশাসন
আমি ভাবছি:তবুও সুন্দর
আমি এক এবং অদ্বিতীয়া
ভরিয়ে নিয়েছি আমার জীবনকাল


তবুও সুন্দর জমজমাটই ভাষণ...