চলো তোমার পাশে বসি
শিখে  নিতে চাই তোমার পরিশ্রম
যে পথে তুমি আর তোমার কবিতারা খেলা  করে


তোমার ঘর সুন্দর  সাজানো
পৃথিবী সীমান্তে  অনুভব  করি
নতুন নতুন  শব্দে


আশেপাশে  পরিপুষ্ট  সময়
এলোমেলো  ভাবে টপকে  যায়
একটানা বাতাসের গর্জনে
কিছু ঘনিষ্ঠ  শব্দের  সম্পর্ক
স্বচ্ছ  মৃদু  আলোয়
আমি তোমার পাশে


আমার অপ্রাপ্তির  হিসাবও
তোমার প্রতিধ্বনিতে
তুমি অতীত  ইতিহাস  
তুমি বর্তমানের  সন্ধ্যাপ্রদীপ
তুমি ভবিষ্যতের আদিম চাঁদ


তোমার পাশে বসে আনন্দের শাঁখ  বাজাই
তুমি শুদ্ধ শরীরে দিন ও রাত
আমার  আবদার  ধারাবাহিক মেনে
শব্দের অঙ্ক   শেখাও
যোগ বিয়োগের পাঠে
তোমার পাশে বসে


নতুন শব্দের  আলিঙ্গনে।