স্থির হয়ে বসে থাকা তুলসীতলার গায়ে
আমার জীবনের কাহিনি নিয়ে
রোজ যিনি প্রদীপ জ্বালায় পাগল বাতাসে
তিনি সমগ্র পৃথিবীর শরীর জুড়ে প্রার্থনা করেন
ক্ষয়ে যাওয়া সমাজে অদ্ভুত অসুখ ঘিরে বসে থাকেন
শরীর মুড়ে গভীর থেকে গভীরে
আর বুকের ভেতর গোপন অশ্রুতে এঁকে যায়
জীবনের অংশে


তিনিই আমার মা...