এলোমেলো  উচ্চারিত শব্দগুলো থেকে নিষ্ঠুর অর্থ জন্মায়
প্রতিবাদী বিজ্ঞাপন ভাসলে আবারও সেই শব্দ ফিরে আসে


তীক্ষ্ণ শব্দে শাদা শরীরেও থিকথিকে রক্ত গড়িয়ে  যায়
যেখানে প্রতিদিন এমন শব্দ খুন হয়
সমোচ্চারিত শব্দের মহিমায়
কিছুটা আলো খুঁজে  পায়


যতবার শব্দ উপহার কবিতারণ্যে  পরিক্রমা করে
অকারণ বাংলাভাষায় নিষ্প্রাণ হয়ে পড়ে


তারপর শব্দের গহীনে চমৎকার সুর- ছন্দ- লয়ে
স্নিগ্ধতা বয়ে আনে
অন্তরের ভেতর থেকে  সহজেই জন্ম নেয়
নব অঙ্কুরিত বেজন্মা শব্দ প্রকাশ।