আমাকে কতবার কটুবাক্যের সম্বোধনে
তোমার আনন্দ-যাত্রার  দৃষ্টি
আমার মহানিশার
প্রতি শরীর থেকে খুলে পড়ে মহারাত্রি


অসংখ্য  চোখের  বৃষ্টিতে
নির্মাণ করি শব্দের সুগন্ধি ফুল
আর চোখের আগুনে যাপন করি


আমার শব্দের মালা
তোমার আঁচ লাগলেও
অনেকদূরে তখনও  
শব্দগুলি  অতিক্রম করে নদী
এক আচমকা হাওয়ায়
ভেসে বেড়াই  সমগ্র বিশ্বাকাশে


তোমার হিংসার দৃষ্টি উপেক্ষা করে
আমি নতুন শব্দ রাজ্যে
স্বাধীন
ঘৃণার  হুতাশনে আসে না
উজ্জ্বল ভালোবাসা ।