লু লু শব্দে ফাঁকা মাঠে অবয়ব ঘিরে
দুকান কাটা রোদ জিভ চাটা মুখ
খরার আহত পোশাকের  গৌরীমুখ
অপয়া দেহে ব্যর্থতার বই থেকে ছিঁড়ে


উড়তে উড়তে উলুধ্বনির মঞ্চে উঠে
কয়েকটি অঙ্গারে থরে থরে সাজানো
নিরীহ বিকেল মাঠের উপর বিনয় সংযম
ব্যালেন্স রাখতে শেষতম অশ্রুপাত মাঠে


উলুধ্বনির আহ্বানে ছেয়ে  যায় অবিশ্বাস
সত্যিই অন্ধকার নেয় চিরন্তন নিঃশ্বাস ।