কবেকার  সেই গ্রাম, সেই কথা
জীবনে  টিটকারি  হয়ে আছে
তুমি যেন অন্ধকারে জীবন  মুখোমুখি


সে জীবন  চলে যায় গ্রাম ছেড়ে শহরে
বিশ্বাস  বিধাতার পথ ধরে যায়  হেঁটে
বিমর্ষ  গলির ফাঁকে
এক আকুতি এসে ডাকে
আঁধারে  কাতর  ডাক
যেন তোমার প্রতিক্ষায়


এ পৃথিবীর প্রবল  উষ্ণীষ  
শিরে জেগে ওঠে  তোমার  হৃদয়।