কত সময় বসে থাকবে
হাঁটু মেরে ব্যার্থহীন ভাষায়
তোমার চারপাশে কুয়াশা ঢেকে ফেলেছে
অসম্ভব রকমের দুয়ারে দাঁড়িয়ে রাত্রি
তুমি তোমার পুরনো শক্তি ছাপিয়ে
বাস্তবিক হও
দু হাঁটু বেয়ে ঝরে পড়ছে
কলঙ্কিত মাটি
পায়ে পায়ে ছিঁটকে উঠছে
শব কবরের কাদা  
চিনে নাও রঙের প্রজাপতি


উঠে দাঁড়াও। শক্ত করে ধরো
দলদাস নয়। হাঁটু থেকে শক্তি ঝরবে
যেখানে সোজা হয়ে সবাই দাঁড়াবে


প্রতিটি মুহূর্তের সাক্ষী রেখে
চোখে চোখ রেখে উঠে দাঁড়াও।