এখন মধ্য বয়সী
আমি যৌবনের  কথা স্মরণ করি
১৪ই মার্চে  কলঙ্কিত নন্দীগ্রামকে নিয়ে
বুদ্ধিজীবী জয় গোস্বামী রোজ
ভেবে যেতেন, কষ্ট পেতেন
কত রাত ঘুমোতেন না
শুধু চোখের সামনে না কি দেখতেন
রক্ত,কবর,শ্মশান আরও কত লাশ পাচার
উনি নদীতে রক্ত জড়িয়ে যেতে দেখেছেন
শুধু দেখেননি কামদুনি, পার্কস্ট্রিটে ও মাটিয়া গ্রামের ধর্ষণ
দেখেননি  বগুটুইতে  পেট্রোল ঢেলে জীবন্ত শিশু ও নারীর  ভস্মীভূত ছাই
দেখেননি  বর্তমান  পুলিশের দেওয়া  ছাপ্পা ভোট
শুধু  ভেবেযান কতগুলো পদ আর কতগুলো পুরস্কার কপালে জুটেছে
মানুষের কাছে বুদ্ধিজীবী নামে
পরিচিত ভগবানের চোখ
কবি জয়গোস্বামী যা দেখেছেন বাম জামানায়
এখন কিছুই দেখেননি, কিছুই শোনেননি।