ভালো থেকো,ভালো রেখো
তোমার সুখের দেশে
তোমার দু:খ বুঝেছি  হৃদয় দিয়ে
শুধু নীরবে  ভালোবেসে।


হয়তো তুমি  চাওনি আমায়
তোমার চলার পথে
তোমার রক্তে আমার শেকড়
পৌঁছে হৃদয় মধ্যে।


রক্তটুকু তোমার যে ছিল
সে তো তুমি জানো
কত পথ হেঁটে হেঁটে
ছেলেকে ঘরে আনো।


বাবা ডাক শুনে তুমি
বুকে তুলে নিলে
আদর্শ  বাবার ইতিহাসে
সাক্ষ্য রেখে গেলে।


তোমার মনে আঁধার ঘুচিয়ে
আলো  জ্বালব প্রতিনিয়ত
আগামীর কাছে তোমার জন্য
জীবন রেখেছি শর্ত।


তুমি যে আর একলা নয়
ভেবে দেখ মনে
ভালোথেকো বাবা হাসিমুখে
জীবনের এই সন্ধিক্ষণে।