এখন অনিয়মিত সাথীর সঙ্গ
ইচ্ছের প্রকটতা ম্রিয়মাণ
তবুও ভালোবাসায় ভর করে হাঁটি


জানি এ হাঁটা অনিয়মিত, অনিশ্চিত
রোজ সকালের নীলাভ আকাশ
পরিচিত বসন্তের ইমেজে
যেন বন্দিনীজীবনের  অন্তরালে


বিকেলের দূর সমুদ্র মেঘের  আড়ালে  
নিজেকে সাঁতরে   সন্ধ্যায় ভেসে  
তোমার   ভালোবাসার অপেক্ষায়


চারপাশে বিনিময়ে পাইনি খুঁজে
যা আছে দুঃখ
আমার অদৃষ্টে


তবুও তোমার ভালোবাসায়  ভর করে
নিদ্রাহীন চোখে রাত্রিযাপন
আর শুধু ভালোবাসায় ভর করে
হেঁটে চলি ভালোবাসার গন্ধ মেশানো
ভালোবাসাহীন রাস্তায়।