দীর্ঘ অবহেলা
রহস্য জীবনের অনুগ্রহ পায়
মানুষ হারায় ভাত শুধু ভাষার খোঁজে
বাংলা   ভাষার মাঝে   বৃষ্টি,  বজ্রপাতও


বারুদ আর বারুদের গন্ধ
ভাষা ছিন্ন করার সম্পর্ক
এক বিষণ্ণ আলোকে হাস্যময় ভীড়ে
আকাশপিদ্দিম গেঁথে যুদ্ধ সাজে


দেশের থেকে বাঁচার আর বাঁচানোর আর্তি
আবারও অদ্ভুত শব্দ
রক্তের স্রোতে বাংলা ভাষা
চারদিকে  ছড়িয়ে দুঃখিনী বর্ণমালা


চিৎকার করে বলে -"ভাত নয় ভাষা চাই "...