আজ দেখি ভোরের কোলাজ , আঁকাবাঁকা রেখা
দুই চোখ অন্ধকরে আর্তস্বরে  ডাকছে আকাশ
সময়ের রুক্ষ হাত অধীরতা অন্বেষণ, শব্দ লেখা
ভাঙা ভাঙা দুপুর  ছড়িয়ে  একমুঠো বাতাস।


এলোমেলো  ভোরের কোলাজ, আগুন আলোড়ন
জীবনের  রৌদ্র রক্ত,মৃত্যুর ক্যানটিনে  দাগ
উপচে পড়া শক্তি, ক্লান্তিতে কেড়ে নেয় মন
অসংখ্য সুরে সুরে  ভেসে, বসন্ত ফাগুন  রাগ।


আজ ভোরে উঠানের স্নিগ্ধতা রেখে কবিতায়
শব্দের আঁচড় কাটে শান্ত পাতার ভেতর
মনে হয় বেদনা জেগে ওঠে ভোরের দরজায়
আমার হৃদয় বাক্, একেবারে  নিরব- নিথর।


নীলাভ-সাদা মেঘ ধুয়ে অসংখ্য চিত্র রেখা
সূর্যের  সঙ্গমরত  ভোরের কোলাজ আঁকা ।