ভোটের  ঘ্রাণে    ভাষার  ভাষণ
       দুয়ারে আর পাড়ায়
নুন আনতে      পান্তা ফুরায়
        ভোটের  পতাকায়।


পা  হেলিয়ে        উঁচু মঞ্চে
       বলছে ভোট বাড়ন্ত
আদব কায়দায়      সুর অভিনয়
       আমজনতার ভয় অন্ত।


নিজের  ঘরে     ভাত নেই
        খেটে মরি দিন রাত
ভোটের  সময়    সবাই এসে
           দেয় ভাতের স্বাদ।


যেই না যায়   ভোটের  দিন
        বাড়ি বাড়ি ঘেরাও
ভোট টা নাকি    তারা পায়নি
    ভাতের থালাতে চড়াও।


ভোটের  ঘরে    ভোট  যায়
      লাল গাড়িতে চড়ে
আমজনতা      মার খায়
         ফুটপাত  ধরে।