খেলা হবে  বন্ধু এবার
বিধানসভার ভোটের শেষে
কেউ আর ফিরবে না বাড়ি
যাবে সবাই শ্মশান পাশে।


খাঁ খাঁ  রোদে লাইনে দাড়াঁয়
ছেলে, বৌ, বুড়া, বুড়ী
মাঝে মাঝে কেউ কেউ
পায়ের কাছে দেয় হামাগুড়ি।


চুপি চুপি বলে, দেখবে খেলা হবে
সাধারণ মুখগুলো সব
রোদের মাঝে কালো করে
আচ্ছা সে দেখবো এসব।


ভোটের ঘরে এসে সবাই
এদিক সেদিক দেখে
ভোটটা আমি আমার মতো
দেবো প্রতীক ঢেকে।


ভোটের শেষে বাড়ি যায়
মুখে হাসি নিয়ে
বাড়ির পাশে খেলা শুরু
মাটিতে ফেলে দিয়ে।


তোমার ভোট  কাকে দেবে
বলে দেবে এরা
কোথায় আমরা বাস করেছি
এই সংস্কৃতিতে ঘেরা।