সামনে পেছনে ভীড়
গলি পথে প্রাণের  স্পর্শ  নেই
অন্ধকার পৃথিবীর  চক্রবৎ গুহা


প্রভূত  শোনা যায় রক্তমাখা  প্রিয় স্পর্শ
জনপদ  চোখের  জলে  ভিজে
দেশ উঁচু  গলায়  ডাকে
চারদিক  ঘিরে ধরে


যাওয়ার  পথ নেই
আকাশে রামধনু রঙের  চিল -শকুন
খাদ্য খোঁজে  অপেক্ষায়
আমি শুধু পথটার  মাঝে


তবুও  আমার
যাওয়ার পথ নেই।