একটা কবিতার জন্য বেঁচে আছি,
একটা কবিতার জন্য এই অনিদ্রার রাতেও-
প্রিয়তমার চোখে অশ্রুর বান ডেকে যায়।
হৃদয় দুমড়ে মুচড়ে যায় কবিতার সহবাসে,
একটা কবিতার প্রেমে আমি তুমুল বিরহী।
প্রেমিকার শরীর নিদারুণ পিপাসী;
তবু আমি কবিতার অবহেলা ভালোবাসি!
একটা কবিতার জন্য আমি গভীর রাতে-
ছুটে যাই দিগদিগন্তে!
অজস্র মানুষ অমানুষের ভীর হতে-
খুজে আনি সহমর্মিতা ও মানবতার কবিতা।
একটা কবিতা লিখবো বলে এতো অনিদ্রা,
তবু কবিতারা আমার কাছে এলো না-
আমি শুধু কবিতার উপেক্ষিতই রয়ে গেলাম।।