সময় হলো নিষ্ঠুরতম প্রতিষেধক,
কখনো বা বিশ্বাসঘাতক।
বেঁচে তাড়নায় স্মৃতি হয়ে পড়ে থাকে ধূলোর আস্তরে।
উঁইপোকার কূটকূট শব্দে হারিয়ে যায়
খাতায় বন্দি ভালোবাসাময় শব্দের রিনরিনে  কম্পন।


শুধু সময়ের ফেরে,
হারিয়ে ফেলেছি তোর সাথে কাটানো প্রগলভ গোধূলির রঙিন আভা।
ব্যস্ত সময়ের দূষিত বাতাসে মিশে ভুলেছি তোর গায়ের ঘ্রাণ।

সময়রেখার বিভাজনে আমাদের দিন রাতে ভিন্নতা, ভালোলাগার রকমফের।
বিপ্রতীপ সময়ের ভেলায় চড়ে চলেছি নতুন পৃথিবীর সন্ধানে।
ফেলে যাচ্ছি...
অসময়ের অভিমানী কিছু যুক্তি আর
অপূর্ণ স্বপ্নের অসংখ্য টুকরো।