নাম কী তোমার?
☞হিজাবী কুইন।
পড়াশোনা?
☞ক্লাস নাইন।


মুখটি খোলো,
রূপটা দেখি।
☞না ভাইয়া,
পর্দা করি।


কি বা তাতে?
দেখবে না কেউ।
চুল বুঝি তোর
সমুদ্র ঢেউ?


☞দেখবে না কেউ,
তাই বলে কী?
আল্লাহ আছেন,
বিশ্বাসী কি?


আচ্ছা যাহোক,
খুলবে না মুখ?
এক ঝলকেই
ভরবে যে বুক।


☞বাদ দেন এসব,
বাদ এ ব্যাপার।
পরিচয় দেন,
নাম কি আপনার?


নামটা মানুষ,
আছে জান-প্রাণ।
পরিচয়ে-
সাকিবিয়ান!


☞পরিচয় হলে,
হবে কথা।
খুলবো হিজাব,
দিবো দেখা।


সত্যি কি তাই?
খুলবে হিজাব?
হিজাব খুলো,
দিবো জবাব।


☞আজ আর না,
যেতে হবে।
একটু পরেই,
আজান হবে।


কি আর করার?
আবার এসো।
নদীর ধারে,
আবার বসো।


☞আচ্ছা সেটা,
দেখা যাবে?
তুমি আবার,
আসবে কবে?


যেদিন বলো!
হামেশা পাবে।
তুমি বলো,
আসবো কবে?


☞কাল বিকেলে
এসো তুমি।
আজ তাহলে
যাই গো আমি।


আচ্ছা আবার
হবে দেখা।
বিদায় জানাই
আদরমাখা।