আজ উৎসবে আনন্দে ভেসেছে দেশ
হেসেছে গোটা জাতি,
স্বপ্নের সেতু পদ্মা সেতু ঘিরে
আজ বিশ্ব জুড়ে মাতামাতি
হাতে হাত রেখে তাই চলো এগিয়ে যাই
আমরা বীরের জাতি।


বিমুগ্ধ এ স্বপ্ন যাত্রায়
বিষ্মিত গোটা বিশ্ব তাই,
ওগো স্বপ্ন চারিণী স্বপ্নমাতা
মমতাময়ী শেখ হাসিনা
কি হবে এ স্বপ্নের শিরোনাম,
কি হবে তার রচনা
বলো কি দিবো এ স্বপ্নের নাম!
ছালাম তোমাকে ছালাম
এ হৃদয় নিড়ালো ভালোবাসা
তাই আজ তোমাকে দিলাম।


কতো বাঁধা কতো ধাঁধা
খর ধারায় খেরো পাতায়
নিঃশ্বেষে কাব্য যে এক অনুপম,
বলো কি দিবো এ স্বপ্ন সেতুর দাম?
ওগো মানবতার মা
স্বপ্নময়ী শেখ হাসিনা
এ যে তোমার অমর সূচনা।


বঙ্গবন্ধুর স্বপ্ন সাধনে তুমি যে মহান মতি
কোটি প্রাণের স্বপ্ন তুমি ওগো স্বপ্ন সারথী
হে দেশ রত্ন শেখ হাসিনা অনেক খুজেছি আমি
স্বপ্ন তোমার আকাশ ছোয়া অনেক বেশী দামী
বিশ্বকে তুমি দেখিয়ে দিলে বিশ্বাস দিবা-রাতি।


কতো তন্ত্র কতো মন্ত্র কতো আরতি
এলো গেলো পদ্মর বুকে সেতু হলো
ধন্য তোমার কীর্তি,ধন্য তোমার জাতি।