আমি ছোট্ট কয়েকটা ফুল দিতে গেলাম তোমার হাতে,
এভাবে ফেলে দিলে, কি বিরক্তিটাই না দেখালে,
আমি অবাক হয়ে গেলাম তোমার আচরনে!
অতঃপর আমি ফুলগুলি কেন ফেলে দিলাম?
এটাই তো তোমার প্রশ্ন?


দীর্ঘ ছাব্বিশটা বছর সাধনার পরে
এমন ভালবাসা পাবো আমি ভাবতে পারিনি,
এই ভালবাসার জন্য কি আমার এতো ত্যাগ,
এতো সাধনা!
আমার সারাজীবনের অহংকার
তুমি মুহূর্তের মধ্যে কর্পুরের মতো উড়িয়ে দিলে,
আজ কফি সপে গরম কপির ধোঁয়ার সাথে
আমার সত্বার সকল বিশ্বাস যেন উড়ে উড়ে গেছে,
স্বপ্ন গুলো দুমড়ে মুুসড়ে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে।


ফুল নয়, অন্তরালে তোমার
কথিত ভালোবাসা'কে রাস্তার ড্রেনে ছুড়ে ফেলেছি।
যে ভালবাসা বিশ্বাসের মর্যদা রাখতে পারে না,
আর যাই হোক সেটা ভালবাসা নয়,
জীবনের কালো বোঝা, সেটাকে ছুড়ে ফেলেছি
আর নির্ভার করেছি নিজেকে, নিজের জীবনকে।
মুক্ত করেছি নিজেকে।


কি আর করার আছে
যেখানে থাকো, ভালো থেকো।