"একটা কথা বলতে গিয়ে | সকাল বিকেল | বিকেল সকাল | সকাল দুপুর |
সন্ধ্যা সকাল | একটা কথা মনের ভিতর | ধুকপুক ধুক | অনন্তপথ চলার স্বরূপ | একটা কথা কথায় কথায় | ছন্দ তালের স্বপ্ন ছড়ায় | একটা কথা কী বেদনায় | বিদগ্ধ মন হেথায় সেথায় | একটা কথা কথায় কথায় | নালিশ জানায় তোমায় আমায় | একটা কথা লিখব ভাবি | ভাবতে ভাবতে দিন চলে যায় | একটা কথা হয় কলরব | একটা কথা ভীষণ সরব | একটা কথা অনেক ভাষায় | যায় রয়ে সেই অনেক কথায় | একটা কথার নেই দায় আর | রোদ ঝলমল ভুবন ডাঙার | একটা কথায় আসতে তুমি | রয়ে যেতে চিরচেনায় | একটা কথা ভাসে হাওয়ায় | নীল আকাশে মেঘের ছায়ায় |খুঁজছি আজো খুব সরবে | একটা কথা কথায় কথায় |একটা কথার অনন্ত রাত | কষ্টজলের অশ্রু প্রপাত | বুকের মাঝে ঢেঊ তুলে যায় | নিদাঘ খড়ায় ব্যথার আবাদ | একটা কথা ডাকে পাখি | ঘুম পাড়িয়ে আবার রাখি | দূরের গাঁয়ে সুর ও তালে | একটা কথার ডাকাডাকি | একটা কথা ছুটে চলে | ব্যথা সয়ে বানের জলে | চিঠির খামে একটা কথা | ঢলে পরে মৃত্যূকোলে | একটা কথা অভিমানী | ঠোঁটের কোনের ঘাতক হাসি | একটা কথা খুব সাহসী | সশব্দে কয় ভালোবাসি | একটা কথা কথায় কথায় | ঠোঁট ছুঁয়েছে চুপিসারে | একটা কথায় মন ভিজেছে | কোমল কঠিন পাথর ঘরে | একটা কথা দেয়াল ভাঙে ললুপতার সবটা জানে | সর্বগ্রাসী একটা কথা | সব কামনার ইতিটানে |একটা কথা মেঘলা দিন |অনন্ত রাত | কষ্টের ঋণ | একটা কথা ভীষন মায়া | পথ ভুলিয়ে দেয় যে ছায়া | কস্ট ভুলায় নিঃশব্দে | এগিয়ে দিয়ে স্নেহের ছায়া |একটা কথা রাতের শেষে | নির্লজ্জ নিরুদ্দেশে | আগুন নিভে যাওয়ার মুখে | দুঃখ পাঠে দগ্ধ বুকে | একটা কথা দাঁড়ায় রুখে | অশনি এক কথা ঠুকে | কথায় কথায় কথার হিসেব | যেতো যদি চুকেবুকে !"
সবুজ হক
১১ . ০৪ . ২০২৫