কিসের তোমার অর্থ সম্পদের কিসের বাহাদুরী,
দম সবই শেষ তোমার দুই হাত খালি।
বিবেক দিয়ে ভাবো তুমি কোথায় তোমার আসল বাড়ী,
মরলে সাথে কেউ যাবেনা তোমার দুই হাত খালি।
চরিত্র মূল্যবান সম্পদ সঠিক ভাবে ব্যবহার না করিতে পারি,
একবার তুমি চিন্তা কর দুই হাত খালি।
জীবনটা নয় মিসে খেলা দিতে হবে পরোপারি,
ভালো কাজ করিও সবাই না হয় দুই হাত খালি।
এত অহংকার কেন তোমার? সবই দেয়া খোদার দান সবকিছু থাকবে চলে যাবে তুমি,
আখিরাতের জন্য কি করছ তোমার এখনো দুই হাত খালি।
ছয় নয় করে জীবন চালাচ্ছ হিসাব রেখেছ কি?
হিসাব না মিলাতে পারলে কঠিন বিপদ তারপরেও দুই হাত খালি।
যা ইচ্ছা তাই করছি কেউ বলার নেই এটাই ভেবেছ বুঝি,
এখন রয়ে গেলাম বোকা আমি আমার দুই হাত এখনো যে খালি।
বাস্তবতা পরবে যখন তখন আফসোস করলেই বা কি?
এখন সময় আছে মানুষ সবার নইলে চিরকাল দুই হাত খালি।