আজ কত বছর কেটে গেল তুমি হীনা,
কখনো জ্যোৎস্না জয়ী চাঁদ দেখেছি
কখনো জ্যোৎস্না ছাড়া চাঁদ দেখেছি।
তবে আজকে
না আছে চাঁদের দেখা না জ্যোৎস্না না তুমি।
যদি কখনো জিজ্ঞেস করতে তোমার কাছে কি ভালো লাগে?
চাঁদের জ্যোৎস্না  না আমি,
আমি বলতাম জ্যোৎস্না থেকেও তুমি।
কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ
আজকে আকাশে চাদও নেই, তুমিও নেই।
যখন তোমার কথা মনে পড়ে তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি,
যেমন মেঘের আড়াল থেকে চাঁদ উঁকি দিয়ে ফিরে আসে ঠিক তেমনই, কোন এক বসন্ত তুমি ফিরে আসবে।
শরৎ কালের পরে যখন হেমন্ত এসে বসন্তের ছোঁয়া দেয়, তখন আমার মনে হয় তোমার অনুভূতি গুলো আবার দোলা দেয়।
তুমি রেখে আমাকে চলে গেছো স্মৃতিগুলো আমাকে দিয়ে আজকে চাঁদ চলে গেল জ্যোৎস্না না দিয়ে।
কিন্তু তোমার স্মৃতি আর সে চাঁদের  আমি তো কখনো ভুলতে পারিনা শুধু তোমাকেই মনে করিয়ে দেয়।