আজব আমরা মূর্খ মানুষ,
নেই আমাদের মান আর হুশ ।
লজ্জা আমরা মানুষ জাতি,
জেলেছিলাম সভ্যতার বাতি??
এখন মোরা লড়াই করি,
  মন্দির-মসজিদ মাতামাতি।
আরে মূর্খ মানুষ, যিনি আমাদের দিয়েছেন ঘর,
যাঁর পুরো বিশ্ব সংসার।
তাকে আমরা বানিয়ে দেব চার দেয়ালের ঘর ??
মসজিদ, মন্দির?
হায়রে কাগুজে বীর!
ঈশ্বর আজ অনুতপ্ত, লজ্জিত, বিরক্ত,
দেখে আমাদের কর্মকাণ্ড,
যা ঝরায় শুধু মানব রক্ত।
সব কিছুই যার, এমনকি আমরাও তাঁর,
কিছু দিতে হলে দাও নিজেকে করে উজাড়।।