বাবা আমায় খুব করত আদর-
এখন আর করেনা ।
বাবার বুঝি আমাকে আর মনে পড়েনা ।।
দিতাম যখন হামাগুড়ি, বাবা বাড়িয়ে দিত হাত।
সর্বদা বাবা আমায় দিত শুধু সাথ ।।
এখন আমি বড় হয়েছি, হোঁচট শুধু খাই ।
এখনো তো ওঠার জন্য বাবার হাত চাই।।
না চাইতেই বাবা আমায় দিত কত কিছু ।
সবসময় বাবার আমি নিতাম শুধু পিছু ।।
বাবা দিত শুধু হামি, নিত কত কোলে ।
কোথায় যে গেল বাবা কোন অন্তরালে ।।
বাবার জামা,বাবার প্যান্ট করি ঘাঁটাঘাঁটি ।
বাবা কে দেখার জন্য রোজ রাত্রে হাঁটি ।।
বাবা তোমায় ভালোবাসি, একদম খাঁটি ।।
আর বাবা আমার ডাকে দেয়না কোন সারা ।
বাবা এখন ঐ আকাশের নতুন একটি তারা ।।
জানি বাবা এখনো তুমি ডাকো খোকা বলে ।
অসময়ে বাবা তুমি এইভাবে গেলে চলে ।।