হঠাৎ করে এলো কানে-
হাতিবাগানে বাজারখানে ,
লেগেছে ভীষণ আগুন,
তাই শুনে চীৎকার সব ভাগুন শিগগির ভাগুন ।
আলু ভায়া পেট ফুলিয়ে ,পটল সরু কোমর নিয়ে ছুটছে পথের ধারে -
বাজারের সব মাছ টুপ টাপ ,দিচ্ছে ঝাঁপ ঐ পুকুর পাড়ে ।
মাগুর, জিওল বলছে সখা চল ধীরে ধীরে ,
পুকুর মাঝে থাকবো কি, এত মাছের ভিড়ে ।
জল ছাড়াও মোরা থাকতে পারি কিছুক্ষন ,
পাশের জলাশয়ে থাকব মোরা বিলক্ষণ ।
পেঁয়াজ আবার লাট্টুর মতো চক্রাকারে ঘোরে ,
লঙ্কা তখন ঠ্যাং ভেঙে হোঁচট খেয়ে পড়ে ।
কুমড়ো এত মোটা যে মাথা তার ঘোরে ,
কি করে যায় রে ভাই বাজার থেকে দৌড়ে !
আম, আপেল ,পেয়ারা ছুটছে সাথে কলা ,
সব ফল বলছে ওরে পালা রে পালা ।
শাক,পাতা প্রশ্ন করে ছুটছে কেন সব ?
বাজারে লেগেছে আগুন ,এই উঠেছে রব ।
দাঁড়িপাল্লা বলে, এই আগুন নয় সে আগুন - যা ছাই করে ,
এ হলো দাম বৃদ্ধি ,পকেটে টান পরে ।।