(মশা ও জোনাকী একটি কৌতুক থেকে সংগৃহীত ,আমি  কবিতায় রূপ দানের প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।)


দুই মাতাল ঘরে বসে বলে কত কথা,
মশার কামড়ে আহা লাগে কত ব্যাথা-
এক মাতাল বলে, আলো কর বন্ধ,
দেখতে না পেয়ে ,মশা হয়ে যাবে অন্ধ ।
সেই ক্ষনে ঘরে ঢুকে পড়ে জোনাকী,
অবাক হয়ে মাতাল বলে, একি!
অন্ধকার দেখে মশা ভেবেছে যে রাতি ,
তাই বুঝি মশা  নিয়ে এসেছে যে বাতি ।