উহানের সেই করোণাপ্রান্ত,
ছড়িয়েছে আজ দেশ-দেশান্ত,
বিশ্ব আজ পরিশ্রান্ত,
বিশ্ববাসী ক্লান্ত।
লক্ষ-কোটি মানুষ হয়েছে, আক্রান্ত।
করোণাভয় করেছে গ্রাস, হয়েছে ত্রাস
একি দুর্দান্ত।
বজায় রেখেও সমাজিক দূরত্ব,
সবাই আজ একাত্ম।
ইরাক, ইরান, আমেরিকা থেকে
ভারত, সিরিয়া, রাশিয়া
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভিন্নদেশ,
ভিন্নবেশ, ভিন্ন ভাষাভাষী
সবাই ভারাক্রান্ত।
আজ করোণায় আক্রান্ত।
প্রতিষেধকের খোঁজে বিজ্ঞানী
আজ ছুটছে অক্লান্ত।
তবুও চিনের অচিন চেহারা,
আজও হয়নি শান্ত!