"একাকিত্ব"
অনেকেই ভয় পাই এই শব্দ কে ।
আরো ভয় হয় এর অনুভব কে ।।
কে পায় একাকিত্ব ,এই মানুষের ভিড়ে ?
এত, বিরাট খনির মাঝে এক টুকরো হিরে ।
অমূল্য, অকল্পনীয়, অপূর্ব এর অনুভূতি ।
নিজের সাথে বার্তালাপ ,জানা ত্রুটি বিচ্যুতি।।
করেছি কি অপরাধ কিবা কোন ভুল,
করেছি কি ন্যায় কোন অন্যায় এক চুল,
মিলিয়ে গেছে যাহা এই স্মৃতি থেকে- তাকে পুনরায় দেখা,
কোথায় আমি একা ?
মানবিক শরীরে হয়ত আমি একা,
কিন্তু কজন পায়, নিজের সাথে নিজেরই দেখা ?
ইহলোকে করেছি যত ভুল,
পরলোকে দিতে হবে তার যে মাশুল ।
একাকিত্বে হয় নবগুন সৃষ্ট ।
একাকিত্ব করে জীবন উৎকৃষ্ট ।।
একাকিত্বের গুন যে ধনাত্মক ।
বর্জন করে, আছে যা ঋণাত্মক।।