ঘড়ি দেখে খোকা বলে, গোল কেন ঘোরে ?
কেন হয় সংখ্যা এক থেকে বারো ?
ঘড়ি দেখে খোকার প্রশ্ন হাজারো-
বাবা বলে, শোন খোকা ভালো করে-
সময় সর্বদা গোলাকার ঘোরে-
দিনের পর রাত আসে, রাতের পর দিন,
সূর্য ওঠে পূবে, অস্তাচলে পশ্চিম।
আমরা নাও দিই সময়কে দাম,
সময় করে যায় ঠিক নিজ কাম।
যার সাথে যেইরূপ করবে তুমি কৃত্য,
তোমার সাথেও হবে তাহারি পুনরাবৃত্ত ।
সময় হল প্রকৃত শিক্ষক ও গুরু-
বিলম্ব না করে ভালো কাজ কর শুরু-
যাহাই করবে দান, হাজারো পাবে-
সময়ই সব কিছুর হিসাব রাখিবে-
সময়ের সাথে চল, সময়কে মানো –
নাহলে সময়ই হবে অসময় জেনো-
বারো বারো মিলে দিন চব্বিশ ঘন্টা-
তাই ঘড়ি গোলাকার এক থেকে বারোটা।
পুনরাবৃত্তি করে ইতিহাস,
সময় নয়, আমরাই সময়ের দাস।
খোকা ভাবে ঘড়ি, তার এত কিছু মানে!
লুকিয়ে কত কিছু কে তা জানে!