ছিল যে এক গল্প মাসি,
বয়স তাঁর হবে আশি,
ফোঁকলা দাঁতে অট্টহাসি,
গল্প বলত রাশি -রাশি ।
মুখে পুরে মিষ্টি পান,
শোনাতো কত গল্প গান ,
ভূত সেজে ভূতের গল্প,
ভয় হত অল্প স্বল্প ।
গল্প মাঝে সবার হাতে ,
মাসি দিত নকুলদানা-
"না" বলতে ছিল মানা।
ছুট দিতাম গল্প শেষে ,
বিদায় দিত মাসি হেসে ।
আজ মাসি স্বর্গবাসী,
আজও তোমায় ভালোবাসি।