বোঝা বড় দায় মানুষের মতি,
কখন যে করে কোন বড় ক্ষতি।
মানুষের জীবনে মানুষ অভিশাপ,
মানুষ তো নয় যেন বিষধর সাপ ।
মনে ও কণ্ঠে জমা কত বিষ ,
করে যায় শুধু দ্বন্দ অহর্নিশ।
মানুষ মানুষকে দেখায় পেশিশক্তি ,
সেই মানুষের আবার ঈশ্বর ভক্তি ।
মানুষ মানুষ কেই পায় কত ভয় ,
প্রথম কে মেরে দ্বিতীয়র  জয় ।
মানুষই আনে মানুষের উন্নতি ,
সেই মানুষই করে রুদ্ধ গতি ।
মানুষ করেছে চন্দ্র-মঙ্গল জয়,
কিন্তু ভাবেনা মানুষের মঙ্গল কিসে হয়।
আজ মানুষ ক্ষতি করে প্রকৃতির ,
বুঝবে সেদিন ,হবে বিনাশ পৃথিবীর ।
মানুষ করে মৃত্যুর ষড়যন্ত্র,
সেই মানুষই দেয় বাঁচবার মন্ত্র।
মানুষ হল প্রকৃতই দুই মুখো সাপ,
একাধারে পুণ্য একাধারে পাপ।।