আজ পৃথিবী গড়ার কাজ,
হাত লাগিয়েছেন স্বয়ং ঈশ্বর মহারাজ ।
যে নশ্বর মানুষ ভাবে আমি অবিনশ্বর, এই ধরনী আমারই রাজ ।।
তাই সানন্দে করে যায় ধ্বংস, লুটপাট ।
আজ ঈশ্বর তাদেরই দিচ্ছেন সহজ পাঠ ।।
হে মানব, ভুলে যাওয়া তোমার ধর্ম ।
করে চলেছ যত কুকর্ম ।।
যা ডেকে আনে অন্ধকার ,বিনাশ ।
কি লাভ পঠনে তোমার ঐ ইতিহাস ?
পরিবর্ত করছ ভূগোল, মিলছেনা অঙ্ক,
হচ্ছে শুধুই সর্বনাশ ।
যে মানুষ করে চিন্তন , কে করবে আমার বিচার ?
করে যায় পাপ, অন্যায় নির্বিচারে অত্যাচার ।
তুমিই কর শাসন, আবার তুমিই শাসিত ।
তুমিই কর নিপীড়ন ,আবার তুমিই নিপীড়িত ।।
তাই হে মানুষ জাতি, অনেক দিয়েছি স্বাধীনতা,
করেছো শুধুই হীনতা।
এবার শেষ তোমার খেলা,
এবার আমার পালা ।।
পৃথিবী গড়ার কাজে তুমি অক্ষম, হে মানব ।
মানবতা মরে গেছে কবে, তুমি তো মানব রুপি দানব ।।
বিসর্জন দিয়েছো সেই কবে তোমার লাজ ।
তাই আমিই নিলাম পুনরায় ,পৃথিবী গড়ার কাজ ।।