প্যাঙ্কাপুকুম , প্যাঙ্কাপুকুম ! এ কেমন ডাক ?
শোনামাত্র বন্ধুদের দিলাম আমি হাঁক ।
কে কোথায় আছিস রে সব, আয় তাড়াতাড়ি ।
ছুট্টে সব চলে এল ,যার যেখানে বাড়ি ।
গাছের ডালে প্যাঙ্কাপুকুম মারছে কেমন আড়ি ।।
টিয়ার মত ঠোট খানি তার, কুলোর মতো কান ।
প্যাঁচার মত চোখ তার, মুখখানি যেন পান।।
তুলোর মত নরম পালক, দেহাকৃতি আম ।
কাঠবেড়ালির মত লেজ, করে ডান বাম ।।
প্যাঙ্কাপুকুম, প্যাঙ্কাপুকুম করে ডাকে শুধু ।
কর্কশ নয় শব্দ যে তার ,যেন ঝরে মধু ।।
প্যাঙ্কাপুকুম দেখে মনে প্রশ্ন শত শত ।
কোথায় থাকে, কি খায়, সবই যে অজ্ঞাত !!