সমস্যা ও সমাধান থাকে পাশাপাশি,
সমস্যা আনে দুঃশ্চিন্তা, সমাধান হাসি।
সমস্যা মানে গম্ভীর মুখ, মাথায় হাত,
সমাধান হল সুখের নিদ্রা, শান্তির রাত।
সমস্যা মানে হল সমাধান খোঁজা,
সমস্যা মানে জীবনকে বোঝা;
সমাধান দেয় নতুন পথ,
জীবনকে করে গতিশীল রথ।
সমস্যা জয় করে হয় মহারথী,
সমস্যা মানে সার্বিক উন্নতি।
সমস্যা-সমাধান জীবনের অঙ্গ,
সমস্যা বিনা নাই জীবনের রঙ্গ;
আর, সমাধান করে সেই সমস্যা ভঙ্গ।
সমস্যার কাছে কেউ মেনো নাক হার,
সমাধানের হিতে হয় নতুন আবিষ্কার।
আমাদের পাশে যত বিজ্ঞানের দান,
সকলই তাহা সমস্যার সমাধান।।