তরবারি কলমকে বলে ওহে ভাই,
অস্ত্র হলাম আমি, রক্ত ঝরাই ।
হাতে না থাকলে আমি, মানুষ দুর্বল,
যার হাতে আমি তার ক্ষমতা প্রবল ।
কত বীর-মহাবীর আমারই জন্য ,
ক্ষত্রিয় গন পেয়ে আমায় ধন্য।
কলম কহে, তুমি হও চুপ ,থাকো শান্ত -
না লিখলে ইতিহাস,কে তোমায় জানত?
মানুষের জ্ঞান হয় কলমের জোরে,
অজ্ঞানীরাই তো তরবারি ধরে ।
কলমের হাতে হয় উত্থান- পতন,
কলমের মাধ্যমে জাতির যতন।
ঝরাই না রক্ত, না কারী প্রাণ ,
শিক্ষার আলোকে বাড়ে জীবনের মান ।
তরবারি ধরে কত হয়েছে মহান ?
তরবারি বয়ে আনে দুঃখ ও ক্লেশ ,
কলম যে হলো সৃষ্টির উন্মেষ ।