দুখের পাহাড় নিয়ে ও আমি এখনো হাসি
মানুষের কাছে কত ছোট বড়ো কথা শোনার পর ও
কেউ জিঞ্জাসা করলে বলতে হয় আমি ভালো আছি।
বেঁচে থাকার সমস্ত উম্মিদ চলে যাওয়ার পর ও
মুখভরা হাসি নিয়ে বলতে হয়,
আমার সেই চির্ দুখিনী মায়ের কাছে
আমার কোনো অসুবিধা নাই।
ক্লান্তির ভারে আমি সামনে কদম বাড়াতে পারছি না,
তবু ছোট্ট মেয়েটির হাসির তালে হাসি মিলিয়ে বলি
তোর বডিগার্ড আমি।
পকেটে পয়সা না রেখে ও বলতে শিখেছি,
সবচেয়ে সুন্দর খেলনা কিনে দেবো আমি।


কতবার বশ বলে আমায় তুমি বেরিয়ে যাও
তোমার দারায় হবেনা একাজ,
আমি মাথা নিচু করে শুনি আর
চুপটি করে দাড়িয়ে থাকি।
পারিনা আমি বেরিয়ে যেতে
পারিনা আমি নিজেকে শেষ করতে
কারন,আমি যে আমার বৃদ্ধা মাকে ভালোবাসি
আমি যে সেই ছোট্ট মেয়েটাকে ভালোবাসি
আমার লাজুক বিবি যে আমায় ভালোবাসে।
আমি যে আমার জন্মভূমির ছোট্ট কুটির টাকে ভালোবাসি।
ওদের বেঁচে থাকার উম্মিদ যে
শহশ্র কোটি মানুষ পূর্ণ পৃথিবীর মধ্যে স্রষ্টা যে আমার উপর সঁপে দিয়েছে।
আমার ছোট্ট হৃদয়ে ওদের জন্য ভালোবাসা সপে দিয়েছে।
তাই আমি শত কষ্টের মধ্যে ও আমি কাজে যেতে শিখেছি।
অসুখ শরীর নিয়ে ও
ভালো আছি, ভালো আছি বলতে শিখেছি।