তুমি মানবতা, আজ মানুষের পদতলে।
লজ্জিত তুমি, সমাজের কোলাহলে।
স্পন্দন হীন হইয়াছ, জড়িয়েছ কলঙ্কের বেড়াজালে।
তুমি মানবতা , আজ মানুষের পদতলে।


তুমি মানবতা, তোমারে খুজিয়া বেড়ায়,
ফেসবুক এর ভিডিও বানাবো বলে।
তুমি মানবতা, তোমার অনুভূতি জোগায়,
হোয়াটসঅ্যাপ এর ভিডিওর বলে।


ভাবিনিতো হায়, মানবতা কাহারে বলে
তুমি মানবতা , আজ মানুষের পদতলে।


তুমি বিমূর্ষ হইয়া, যাচ্ছ কোথায় চলে।
তুমি কি ডাষ্টবিনে পড়ে থাকা, খুজিতেছ ছেলেরে?
নাকি, তুমি হারিয়ে যেতে চাও
ধর্ষিত নারীর চিৎকার কোলাহলে?
না কি পথ হারিয়ে ফেলেছ  ধর্মান্ধের দলে?
তুমি মানবতা, আজও আবদ্ধ কবিতার কলমের তলে।