কাল শুধু কাল নয়,
রয়েছে বহু কাল।
হিসেবের খাতায় দেখি,
শুধু সকাল বিকাল।
জীবনের অদেখা খাতায়,
কত আসে কালাকাল।
জানি আমি থাকিতে পারিব না,
এ পৃথিবীতে অনন্তকাল।
তবু থেকে যেতে চায়-
মানুষের হৃদয়ে আমি চিরকাল।
কিছু করে যেতে চায়,
বৃথা করে নয়, এ জীবিতকাল।
দেখিতে পারি না আমি,
সুন্দর পৃথিবীতে মানুষের বেহাল।
প্রতিজ্ঞা করি আজ, এ যুবসমাজ,
হব না মাতাল।
রাখিব না বদখেয়াল।
করিবো না বেচাল।
শুভ কাজে দেখিব না দেশকাল।
জানি আমি, এ পৃথিবীতে থাকিবো-
সময়ের হিসাবে ক্ষণকাল।
তাই রাখিব না মোরা মানুষের মাঝে,
মানুষের দেওয়াল।